দামুড়হুদার কার্পাসডাঙ্গা এমআর ব্রিকসে মুখোশধারী চাঁদাবাজচক্রের হানা
দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এমআর ব্রিকসে হানা দিয়ে মুখোশধারী চাঁদাবাজচক্র। চাঁদাবাজরা ইটভাটার মালিককে না পেয়ে নৈশপ্রহরীকে বেঁধে মারধর করেছে। চলে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে তারা।
জানা গেছে, কার্পাসডাঙ্গা এমআর ব্রিকসের মালিক মতিয়ার রহমানের কাছে অজ্ঞাত চাঁদাবাজচক্র চাঁদার জন্য গতপরশু বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ইটভাটায় যায়। চাঁদাবাজচক্র সেখানে মতিয়ার রহমানকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় কার্পাসডাঙ্গা মাঝপাড়ার আবুল হোসেন কামারের ছেলে ইটভাটার নৈশপ্রহরী মগরেব আলীকে বেঁধে মারধর করে। এ ঘটনায় চাঁদাবাজচক্রের আতঙ্কে রয়েছেন মতিয়ার রহমানসহ ইটভাটার শ্রমিকরা। এ বিষয়ে কার্পাসডাঙ্গা আইসি ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।