খবর: (আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার কাওছারের বিরুদ্ধে ৪ লাখ টাকা প্রতারণার অভিযোগ)
পরের টাকা নিজের করে
রাখেন তিনি পকেটে,
পয়সা কড়ি নেন হাতিয়ে
হরেক রকম ছক এটে।
অনেক ফাঁদের গ্যাঁড়াকলে
সব নিয়ে নেন হাদানে,
ভয়ে ভয়ে মানুষে কয়
নিবি যদি চাঁদা নে।
প্রতারণার জাল বিছিয়ে
লাখ টাকা নেন কাওছার,
লোকে বলে আর ক’টা দিন
খাবে যদি খাও স্যার।
-আহাদ আলী মোল্লা