জীবননগর ব্যুরো: গতকাল শনিবার জীবননগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ইলিশ মাছসহ চোরাচালানি রনিকে আটক করেছে।
বিজিবি জানায়, জীবননগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা শহরের ইসলামপুর সড়কে অভিযান চালায়। এ সময় তারা ভারতে পাচারমুখি ১৪ কেজি ইলিশ মাছসহ মেদেনীপুর গ্রামের চোরাচালানি রনিকে (৩০) আটক করে।