বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন শ্রমিকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দলীয়ভাবে জানানো হয়, সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক। সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে শ্রমিকলীগের সহসভাপতি ইসলাম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, সোনালী ব্যাংক এমপ্লয়ীজের সভাপতি ফজলু হক, শ্রমিকলীগ নেতা আব্দুস সালাম ও বিএডিসির শ্রমিক নেতা সালাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিসহ শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আগামীতে ক্ষমতায় এলে চুয়াডাঙ্গা জেলার বাকি উন্নয়ন সম্পন্ন করা হবে। বর্তমান সরকার শ্রমিকদের কথা ভাবে। এ সময় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।