ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পিন্টু হোসেন (৩২) নামে পৌর যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে শহরের পুরোনো ডিসিকোর্টের সামনে উপর্যুপরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে সে মারা যায়। নিহত পিন্টু হোসেন শহরের পবহাটির জহর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, শহরের কাঞ্চননগরের এক ব্যক্তির সাথে অর্থ লেনদেনের ঘটনা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পিন্টুকে কুপিয়ে আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পিন্টু ২০০৮ সালে শহরের পবহাটি মোড়ে সংঘটিত ট্রিপল মার্ডার মামলার আসামি ছিলো।