মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা ইয়ুথ ক্লাবের আয়োজনে শালিকা মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনাল খেলায় শালিকা ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে শালিকা ইয়ুথ ক্লাব ৪-৩ গোলে রাধাকান্তপুর একাদশকে পরাজিত করে। বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হলে তা গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হয়। খেলা পরিচালনা করেন আব্দুল কুদ্দুস। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও আশরাফুল ইসলাম।
খেলা শেষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শালিকা ইয়ুথ ক্লাবের সভাপতি লিটিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা ফুলচাঁদ, ইউপি সদস্য লাল্টু। খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে একটি বড় ও একটি ছোট ছাগল পুরস্কার হিসেবে প্রদান করা হয়। স্থানীয় বহু দর্শক খেলাটি উপভোগ করেন।