টিপ্পনী

খবর: (আলমডাঙ্গার বেতবাড়িয়ায় পরকীয়া : বিয়ের ২৫ দিন পর তালাক)

 

হায়রে প্রেমের দশা ভীষণ ভারী

স্বামী ফেলে হচ্ছে এ সব কী যে

নারীরা আর থাকছে না গো নারী

নিজের পায়ে কুড়ুল মারে নিজে।

 

বউকে রেখে করছে কী সব স্বামী

ঘর সংসার ছারখার হয় পুড়ে

মোবাইলে সব বাজে পাগলামি

শেষে বালি পড়ে আশার গুড়ে।

 

পরকীয়ায় দেশটা খেলো গিলে

যতোই বলো লাগছে ভালো বেশ

জলসা টিভি দেখছো সবাই মিলে

যাচ্ছে মারা পরিবারের তেশ!

 

-আহাদ আলী মোল্লা