কলেজছাত্রকে মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই
মোমিনপুর প্রতিনিধি: ছিনতাইয়ের কবলে পড়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আমিরপুর গ্রামের আল আমিন। ধারালো অস্ত্র ধরে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেয় ছিনতাকারীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ের অদুরে এ ছিনতায়ের ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের শিকার আল আমিন জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি নতুন মসজিদপাড়ার নানাবাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি চুয়াডাঙ্গা সদরে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে ফিরছিলাম। এ সময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ের পটলাপীরের বাড়ির অদুরে পৌঁছুলে একদল ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে। ধারালো অস্ত্র ধরে মারধর করে তার কাছে থাকা নগদ ১৮ হাজার টাকা, মোবাইলফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে আল আমিন। সে আমিরপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।