চুয়াডাঙ্গার খাড়াগোদা স্কুলমাঠে আ.রাজ্জাক স্মৃতি ফুটবলের সেমিফাইনাল খেলায় গোষ্টবিহার জয়ী

 

বেগমপুর প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়মাঠে তৃতীয় বার্ষিকী আ.রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করে গোষ্টবিহার ইয়ং স্টার ক্লাব বনাম ঝিনাইদহ চানদলি যুব ক্লাব। খেলায় গোষ্টবিহার ইয়ং স্টার ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন ডডি, সহযোগী ছিলেন রিজু ও ইস্তিয়ার। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়াম্যান সাইদুর রহমান ছাবদার, প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু। বিশেষ অতিথি ছিলেন খাড়াগোদা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ. মতিন। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রগীগের সাংগাঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রনি, পিন্টু, তরিকুল, লিটন, মইনুল প্রমুখ।