স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দু পক্ষের দুজন নিহত হয়েছেন। উভয়পক্ষে আহত ২০ জনকে নিকলি, করিমগঞ্জ, মিঠামইন ও কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাশিম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের পক্ষের লোকজনের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিলো। এর জের ধরে শুক্রবার বিকেলে আবদুল হাশিমের পক্ষের দুজনকে মারধর করেন হারুনের লোকজন। এ ঘটনার পরই উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় হাশিমের পক্ষের ওয়াইজ করনি (৩৪) গুলিবিদ্ধ হয়ে এবং হারুনের পক্ষের কাঞ্চন মিয়া (৪৫) মাথায় দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।