স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের বোডিং ব্রিজ থেকে পরিত্যক্ত অবস্থায় পৃথক দুটি ব্যাগে ৫১ লাখ ৯৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুবাইগামী একটি বিমানে যাত্রী ওঠার আগ মুহূর্তে এ মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ১০ কোটি ৬০ লাখ সমপরিমাণ। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রাশিদুল হাছান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা পৌনে ৬টায় বিমানের চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিজি ০৪৭ এয়ারক্রাফটটি ৬ নম্বর বোডিং ব্রিজে অবস্থান করা সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের ব্যাগ স্ক্যানার মেশিনে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন পৃথক দুটি কালো ব্যাগে ৫১ লাখ ৯৭ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। পরে ওই ব্যাগ দুটি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে খুলে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। তিনি জানান, আটককৃত মুদ্রায় বাংলাদেশের ১০ কোটি ৬০ লাখ সমপরিমাণ টাকা হয়। এ ব্যাপারে কাস্টমস আইনে ডিএম (ডিটেনশন মেমো) করা হয়েছে। কাস্টমস সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি তারা আগে থেকে জানতেন। পাচারকারীকে আটকের জন্য স্ক্যানার মেশিনে ব্যাগগুলো তল্লাশি চালানো হচ্ছিলো। বিমানে ব্যাগগুলো হাত বদল হওয়ার কথা ছিলো বলে ওই সূত্র দাবি করে।