মাথাভাঙ্গা মনিটর: মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের অন্য ঊর্ধ্বতন নেতাদের বিচার আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে। দেশটির একটি আদালত গতকাল বুধবার এ তারিখ ধার্য করেন। মুরসি ও তার সহযোগী নেতাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিচারক নাবিল সালেব বলেন, মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সদস্যদের বিরুদ্ধে এতিহাদিয়া (রাষ্ট্রপতি) ভবনের সামনে বিদ্রোহীদের হত্যা এবং তাদের ওপর নির্যাতন চালানোয় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে। গত বছর কায়রোতে রাষ্ট্রপতির ভবনের সামনে মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষে কমপক্ষে সাত ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এ অভিযোগ করা হয়। গত জুলাই মাসে পদচ্যুত হওয়ার পরপরই কায়রোর একটি গোপন স্থান থেকে মুরসিকে গ্রেফতার করা হয়।