স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গতকাল বুধবার রাতে প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পর লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রচলিত শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী মেধা ও কোটানীতি অনুসরণ করে সর্বমোট ১৩ হাজার ৯৮৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিতদের জেলাওয়ারি রোল নম্বর সংবলিত ফলাফল তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ছাড়াও প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।
উল্লেখ্য, প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষা চলতি বছরের ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলো। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের চূড়ান্ত প্রার্থীদের তালিকা।
জেলা: চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার মধ্যে নিজ উপজেলায় নির্বাচিত প্রার্থীর তালিকা: ১২, ১৫৩, ১৯৯, ২০১, ২১১, ২১৪, ২১৫, ২২১, ২৩০, ২৪৯, ২৬০, ৩২৮, ৮৪৪, ৯০৫, ৯৪২, ৯৮৫, ১৪৩০, ১৫৩১, ১৫৪৫, ১৬০৭, ১৬৮১, ১৭১৯, ১৭৩৪, ১৭৬৬, ১৮৩৫, ১৮৬৪, ১৯৫২, ১৯৬৭, ২০৫৭, ২০৬২, ২১২৬, ২২৩৪, ২২৬০, ২৩৫১, ২৩৯৩, ২৫২১, ২৫৯২, ২৬১৫, ২৬১৭, ২৬২৪, ২৬২৫, ২৬২৬, ২৬৪২, ২৭২৩, ২৯০০, ৩৪০০, ৩৪০১, ৩৫০০, ৩৬১৭, ৩৭১০, ৪০৮৬, ৪১৮১, ৪২২৮, ৪৫৩০, ৪৫৩২, ৪৫৩৭, ৪৫৩৯, ৪৫৪২, ৪৫৪৮, ৪৫৫৩, ৪৫৫৬, ৪৭৯১, ৪৮৬৫, ৪৮৬৬, ৪৮৬৮, ৪৮৭৬, ৪৮৭৭, ৪৮৭৮, ৪৯৬৫, ৫০৩৩, ৫০৯০, ৫১৭৪, ৫২৯৮, ৬১৯৮, ৬২১৭, ৬৪৪৩, ৬৪৪৭, ৬৪৮৪, ৬৪৮৫, ৬৪৮৮, ৬৪৮৯, ৬৫০৫, ৬৫৯৯, ৬৬৯৭, ৬৭৪২, ৬৮৯৪, ৬৯৭৭, ৬৯৯৫, ৭৭০২, ৭৭১১, ৮০১৫, ৮০৯৫, ৮০৯৮, ৮১৩৮, ৮১৪৯, ৮৩৪৪, ৮৩৬৪, ৮৩৭৯, ৮৫০৫, ৮৫৭৯, ৮৬৮৫, ৮৭৬৩, ৮৭৬৫, ৮৭৯০, ৮৮৫২, ৮৮৯৬, ৮৯৪৬, ৮৯৭৩, ৮৯৭৪, ৯০০৮, ৯০৮৫, ৯১০২, ৯১৮০, ৯২৪৯, ৯২৬৬, ৯২৬৮, ৯২৬৯, ৯২৮৪, ৯৩১৮ = ১১৯ জন। চুয়াডাঙ্গা জেলার মধ্যকার উপজেলাসমূহে অন্য উপজেলা থেকে নির্বাচিত প্রার্থীদর তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক = ০ জন। চুয়াডাঙ্গা জেলায় অন্য জেলা থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক = ০ জন। চুয়াডাঙ্গা জেলার প্রার্থীরা যারা অন্য জেলায় নির্বাচিত হয়েছেন তাদের তালিকা: ২৫৮৫ (চুয়াডাঙ্গা) > (মৌলভীবাজার, সদর), ৬৭১০ (চুয়াডাঙ্গা) > (মৌলভীবাজার, রাজনগর), ৬৭৬৭ (চুয়াডাঙ্গা) > (মৌলভীবাজার, শ্রীমঙ্গল), ৯০৪৬ (চুয়াডাঙ্গা) > (সিলেট, জকিগঞ্জ), ৯২২৪ (চুয়াডাঙ্গা) > (সিলেট, গোয়াইনঘা) = ৫ জন।
জেলা: মেহেরপুর
মেহেরপুর জেলার মধ্য নিজ উপজেলায় নির্বাচিত প্রার্থীর তালিকা: ১২৪, ১৮৫, ৩২৪, ৩২৭, ৫১৫, ৫৮৮, ৬৯০, ৭৬৩, ৮০৪, ৮১৪, ১১৩৭, ১৬০১, ১৬২০, ১৬৬৮, ১৬৯০, ১৮৭৫, ১৯৩৭, ২০৮৫, ২৩৩৪, ২৪৫৪, ২৪৯৪, ২৫৫১, ২৬১৪, ২৬৩৬, ২৬৯৭, ৩১৫৫, ৩২৪২, ৩৭০০, ৩৮০
৬, ৪০০৭, ৪৩৯৮, ৪৪২২, ৪৫৬৫, ৪৬৯২, ৪৬৯৮, ৪৬৯৯, ৪৭২৩, ৪৮৭৬, ৪৯৪৫, ৪৯৫২, ৫০৬৬ = ৪১ জন। মেহেরপুর জেলার মধ্যকার উপজেলাসমূহে অন্য উপজেলা থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক: ৪৮১৩ = ১ জন। মেহেরপুর জেলায় অন্য জেলা থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক = ০ জন। মেহেরপুর জেলার প্রার্থীরা যারা অন্য জেলায় নির্বাচিত হয়েছেন তাদের তালিকা: ১৬৬৬ (মেহেরপুর) > (কুমিল্লা, চান্দিনা), ১৬৮৫ (মেহেরপুর) > (চট্টগ্রাম, বাঁশখালী), ৫১২৫ (মেহেরপুর) > (নোয়াখালী, কোম্পানিগঞ্জ) = ৩ জন।
জেলা: ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার মধ্যে নিজ উপজেলায় নির্বাচিত প্রার্থীর তালিকা: ৩১৪, ৪০৫, ৪২৩, ৮৬৬, ১৯২২, ১৯৩৬, ২২৪০, ২২৭৭, ২৮০১, ২৮১৪, ২৮৬১, ২৮৮৩, ২৯২৫, ৪০৮৫, ৪০৯৬, ৪১৩৬, ৫৭৬৩, ৫৯৯৪,৫৯৯৬, ৫৯৯৭, ৬০৪৮, ৭১৬৬, ৭৬৫১, ৭৯৩১, ৮০২৭, ৮০৪০, ৮২০৪, ৮২৫৭, ৮৩০১, ৮৮৮৬, ৮৯০৩, ৮৯৬৩, ৮৯৭৫, ৯০৪০, ৯০৭১, ৯১৯৬, ৯৫৬২, ৯৭৮৪, ৯৮৫৮, ৯৮৬৬, ৯৮৬৭, ৯৮৭৭, ১০১০২, ১০১০৭, ১০৯৬২, ১০৯৯৮, ১১০০৮, ১১০১১, ১১০১৬, ১১০২০, ১১০৯০, ১১৩৩১, ১১৭১৮, ১১৭৮৪, ১১৯৬১, ১২২০৯, ১২২১৭, ১২২৬১, ১২৪৫৮, ১২৫১৬, ১৩৫৯৯, ১৩৬০০, ১৩৬০১, ১৩৮৯৪, ১৪০৯৮, ১৪১০০, ১৪১২০, ১৪১৮৮, ১৪২০৭, ১৪২০৮, ১৪২০৯, ১৪২১১, ১৪২২৩, ১৪২২৭, ১৪২৩১, ১৪২৫৭, ১৪৪৭৬, ১৪৫২৩, ১৪৫৪৩, ১৪৭৩১, ১৪৭৭৩, ১৫৪৯৯, ১৬২৪৮, ১৬৩৩৯, ১৬৩৫৬, ১৬৩৬৫, ১৬৩৬৮, ১৬৩৭৫, ১৬৪৮৮, ১৬৫৪৬, ১৬৫৫১ = ৯১ জন। ঝিনাইদহ জেলার মধ্যকার উপজেলাসমূহে অন্য উপজেলা থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক) ৮৪১০ = ১ জন। ঝিনাইদহ জেলায় অন্য জেলা থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা (৭)এর ১(খ) ধারা মোতাবেক = ০ জন। ঝিনাইদহ জেলার প্রার্থীরা যারা অন্য জেলায় নির্বাচিত হয়েছেন তাদের তালিকা : ২৩৭২ (ঝিনাইদহ) > (কক্সবাজার, মহেষখালী), ৩২২২ (ঝিনাইদহ) > (সিলেট, গোলাপগঞ্জ), ৭৩০২ (ঝিনাইদহ) > (হবিগঞ্জ, আজমিরিগঞ্জ), ১৪৪২৯ (ঝিনাইদহ) > (নোয়াখালী, বেগমগঞ্জ), ১৪৪৭৫ (ঝিনাইদহ) > (চট্টগ্রাম, বাঁশখালী), ১৪৬৩৪ (ঝিনাইদহ) > (কুমিল্লা, বরুড়া), ১৪৭৬৭ (ঝিনাইদহ) > ( চট্টগ্রাম, ডবলমুরিং), ১৬৪৬২ (ঝিনাইদহ) > (কক্সবাজার, সদর) = ৮ জন।