স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে বকুল শেখ (৩৫) ও সুমিরদিয়ার মৃত করিম মণ্ডরে ছেলে খেদের আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হতে পারে। পুলিশ বলেছে, বকুলকে গাঁজা সেবনের অভিযোগে এসআই মনির তাকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। আর এসআই কাইয়ুম গ্রেতার করেছেন খেদের আলীকে।