দামুড়হুদায় কিশোর-কিশোরী মেলায় প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

সুবিধাবঞ্চিতদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ব্র্যাকের উদ্যোগে কৈশোর সুরক্ষায় হব সচেতন শীর্ষক কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের আরো বেশি যত্নবান হতে হবে। এ ধরনের আয়োজন সমাজের সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেনের নেতৃত্বে একটি ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১০টা থেকে সুবিধাবঞ্চিত প্রায় তিন শতাধিক কিশোর-কিশোরীদের মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রিক্তা দাস, এরিয়া ম্যানেজার আফরোজা রিনা, জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আঞ্চলিক শাখা ব্যবস্থাপক (মাইক্রোফিনান্স) শঙ্কর দাস, শিল্পকলা একাডেমীর ওস্তাদ আসমত আলী বিশ্বাসসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি লিমা আক্তার।