দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখি করতে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন নিষেধ থাকলেও তা মানেননি দামুড়হুদার কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসের মণ্ডল। শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে নাসের মণ্ডলের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে করেছে।
জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর খামারীপাড়ার আলহিমের শারীরিক প্রতিবন্ধী ছেলে আশকার আলী কুড়ুলগাছি পূর্বপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। গতকাল বুধবার দুপুর ২টার দিকে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসের মণ্ডলের ক্লাসের পড়া না হওয়ায় লাঠি দিয়ে মারধর করেন। এতে আশকার আহত হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষার্থীরা নাসের মণ্ডলের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এছাড়া নাসের উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাত্রী ফাহিমাকে একইভাবে পিটিয়ে আহত করেও পার পেয়ে যান।