স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়ারাডাঙ্গায় দু সন্তানের জননী লিপি খাতুন সাপে কেটে মারা গেছে বলে তার স্বামীসহ স্বামীগৃহের লোকজন জানিয়েছেন। গতপরশু রাত সাড়ে ১০টার দিকে সাপে কাটার কিছুক্ষণের মধ্যেই লিপি খাতুনের মৃত্যু হয়। তিনি কয়রাডাঙ্গা পুরাতনপাড়ার জিনারুল ইসলামের স্ত্রী। রাতেই লিপি খাতুনের নিকটজনদের মৃত্যুর খবর জানানো হয়। গতকাল বুধবার সকালে লিপি খাতুনের মামার শাশুড়ি মেহেরপুর শিবপুরের মনোয়ারা খাতুন কয়রাডাঙ্গায় লিপি খাতুনের লাশ দেখার সময় তাকে সাপে কেটেছে বলে দাবি করেন। তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এরই মাঝে তার নিকটজনেরা তাকে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে কবিরাজের নিকট নেন।