স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে ভারতের কিছু টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। জাহিদ মালেকের অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদে জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত হলে সেই নীতিমালার আলোকে টক শোসহ অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার হবে। শাহিদা তারেখের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু কিছু মিডিয়ায় কিছু অসৎ সাংবাদিক মিথ্যাচার করছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে জঙ্গিবাদে উসকানি দিচ্ছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। তবে এরা গণমাধ্যমের মূলধারার নয়। হাসানুল হক ইনু বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার আলোকে একটি কমিশন গঠন করা হবে। টক শো বা টেলিভিশনের কোনো অনুষ্ঠানের কারণে কারও সম্মানহানি ঘটলে তিনি কমিশনে অভিযোগ করতে পারবেন। প্রস্তাবিত নীতিমালায় এজন্য শাস্তির ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।