স্টাফ রিপোর্টার: উঁকুন মারা বিষমিশ্রিত নারকেল তেল মুখে দিয়ে এক বছরের মলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল বুধবার বিকেলে সে বিষমিশ্রিত নারকেল তেল মুখে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মলি ঝিনাইদহ মহেশপুরের শ্যামবাজার মথুরার মজিবর রহমানের মেয়ে। মলির মা মাথার উঁকুন মারার জন্য উঁকুন মারা বিষ নারকেল তেলের সাথে মিশ্রণ করেন। শিশু মলির সামনে রেখে মা ঘরের ভেতর গেলে মলি তা মুখে দেয়। অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নেয়া হয়।