মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফুটবল একাদশের উদ্যোগে গতকাল মঙ্গলবার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে প্রীতি ফুটবল খেলার অয়োজন করা হয়। আমঝুপি একাদশ ও পিরোজপুর একাদশের প্রীতি খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। খেলাটি পরিচালনা করে আমঝুপির আহসানুল। তাকে সহযোগিতা করেন শরিফুল ও মামুন।