বেগমপুরের হিজলগাড়ি বাজারে ৫টি প্রতিষ্ঠানের তালা ভেঙেছে চোর : পাহারাদারের জরিমানা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র হিজলগাড়ি বাজারে গত রোববার রাতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা ৫টি প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় চোরচক্র বাজারের মীর মফিজ উদ্দিনের পিয়াস অ্যান্ড রাজিব ট্রেডার্সের গোডাউনের ৫টি, ব্র্যাক অফিসের প্রধান গেটের ২টি তালা কেটে ভেতরে ঢুকে ১০টি ড্রয়ার ভাঙচুর করে, জাগরণীচক্র ফাউন্ডেশন অফিসের টিনের জানালা কাটে, টিপু স্বর্ণকারের দোকানের তালা কেটে কোনোকিছু না নিলেও বাজারপাড়ার হিদায়াত আলীর ছেলে রহমানের বাড়িতে ঢুকে ১টি বাজাজ মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।

দীর্ঘসময় চোরচক্র বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের তালা ভাঙলেও কোনো মালামাল নেয়নি। বাজারের অনেকেই মন্তব্য করে বলেছেন, এরা মোটরসাইকেল ছিনতাইচক্রের সদস্য। প্রতিষ্ঠানের মালিকেরা প্রায় সময় নিজ প্রতিষ্ঠানে মোটরসাইকেল রাখতো। বিষয়টি নিশ্চিত হয়ে চোরচক্র হানা দেয়। তাই মোটরসাইকেল না পাওয়ায় আর কোনো মালামাল নেয়নি তারা। দীর্ঘসময় জনবহুল এ বাজারে এ ধরনের ঘটনা অনেককে ভাবিয়ে তুলেছে।

এদিকে গতকাল এ ধরনের ঘটনায় বাজারে বসে সালিস বৈঠক। বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন জানান, দায়িত্ব অবহেলার কারণে ৪ নৈশপ্রহরীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় প্রশাসন ক্লু উদ্ধারে জাল বিস্তার করেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. ইব্রাহীম বলেন, বিষয়টি আমি দেখছি।