চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযান : গাঁজা সেবনের সময় দুজন পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: সংঘবদ্ধভাবে গাঁজা সেবনের সময় পুলিশের অভিযানে মাসুম ও আতিয়ার নামে দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বাকি ৩/৪ জন ছাদ থেকে লাফিয়ে রক্ষা পায়। তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা নিচের বাজারের একটি ঘরের ছাদে বসে গাঁজা সেবন করছিলো। এ সময় এসআই সিকদার মনিরুল ইসলাম মনির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিনতলাপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে আতিয়ার রহমান (৩৫) ও বাগানপাড়ার আবুল হোসেনের ছেলে মাসুমকে (৩৫) আটক করে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মোহাম্মাদ ইব্রাহীম জানিয়েছেন।