মাথাভাঙ্গা অনলাইন : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুর একটার দিকে র্যাব-৫ এর একটি বিশেষ দল তাদের আটক করে।
তারা হলেন- রহনপুর পশু হাসপাতাল কলোনির সেকান্দার আলীর ছেলে মো. ইব্রাহীম, আবদুর রউফের ছেলে মো. ফারুক হোসেন ও আফসার উদ্দীনের ছেলে সাদিকুল ইসলাম।
র্যাব-৫ এর রোলওয়ে কলোনির কোম্পানি কমান্ডার মেজর শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ ও বেশ কিছু তথ্যের ভিত্তিতে রহনপুর বাজার এলাকা থেকে নিজ নিজ কর্মস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কম্পিউটার, বেশকিছু সিডি ও জিহাদি বই জব্দ করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের পর গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।