আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান চালিয়ে ২টি গাঁজাগাছ উদ্ধারসহ আ. রাজ্জাক ফকিরকে গ্রেফতার করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের খাসবাগুন্দি গ্রামের মৃত মোজরত মণ্ডলের ছেলে আ. রাজ্জাক ফকির গোপনে পানবরজে গাজাঁগাছ লাগিয়ে বিক্রির জন্য তার পরিচর্যা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম ও উপপরিদর্শক আ. হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে খাসবাগুন্দা গ্রামে আ. রাজ্জাকের বাড়ির পার্শ্ববর্তী পানবরজে অভিযান চালিয়ে রাজ্জাক ফকিরকে হাতেনাতে ধরে ফেলে। তাকে আজ মাদক আইনে আদালতে সোপর্দ করা হতে পারে।