ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের কৃতীসন্তান চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের উদ্যোগে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবের আয়োজনে ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত।
গতকাল বিকেল ৪টার সময় দামুড়হুদার লক্ষ্মীপুর একাদশ ও আলমডাঙ্গার পাঁচকমলাপুর একাদশের খেলা কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবমাঠে অনুষ্ঠিত হয়। খেলায় লক্ষ্মীপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে পাঁচকমলাপুর একাদশ জয়লাভ করেন। রেফারির দায়িত্ব ছিলেন মিটুল, সহকারী হিসাবে ছিলেন খোকন ও মনি। উল্লেখ্য গতপরশু দামুড়হুদার মজলিশপুর ও আলমডাঙ্গার মহেশপুরের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মজলিশপুর একাদশ মহেশপুর একাদশকে ২-০ গোলে পরাজিত করে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউপির সুযোগ্য চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, ক্রীড়াবিদ ইউনুছ মাস্টার, তরুণ সমাজসেবক আব্দুস সালাম বিপ্লব, সাংবাদিক শামিম হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম পুটু, মিলন হোসেন। খেলার মাঠে উপস্থিত থেকে উৎসাহিত করেন, কয়রাডাঙ্গা গ্রামের আতিয়ার রহমান, তহিদুল ইসলাম, সামসুর হক, ওহিদুল হক, ওমর আলী, সেলিম, আলিম, মমিন, টিটু, জহুরুল, ইনামুল ও ছেলুন।