আব্দুল আলীমের মামলার রায় আজ

 

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বুধবার ঘাষণা করা হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য করেন। গত ২২ সেপ্টেম্বর আলীমের জামিন বাতিল করে মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে অপক্ষেমাণ (সিএভি) রেখে দেন ট্রাইব্যুনাল।
এর আগে প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও তুরিন আফরোজ মামলায় শেষ পর্বের যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে আলীমের পক্ষে তার আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা, আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে প্রসিকিউশন প্রথম পর্যায় যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত বছরের ১১ জুন বিএনপি নেতা আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ২৮টি ঘটনায় ১৭টি অভিযোগ গঠন করা হয়। আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৩৫জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া দুজনের জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে আলীমের পক্ষে তিনজন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছে।