আলমডাঙ্গা ব্যুরো: গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা ও থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পৌরসভার ১০টি পূজামণ্ডপ ঘুরে ঘুরে দেখেছেন। সরেজমিন পরিদর্শন করার সময় তারা পূজো উদযাপন কমিটির সদস্যদের নিকট আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে কীভাবে সৌহার্দ্যের সাথে দুর্গাপূজা উদযাপন সম্পন্ন করা যায় সেই সম্পর্কেও পরামর্শ দেন তিনি। আলমডাঙ্গা রথতলার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির, ক্যানেলপাড়া দুর্গা মন্দির, স্টেশনপাড়া দুর্গা মন্দির, গোবিন্দপুর দুর্গা মন্দির ও বণ্ডবিল দুর্গা মন্দিরের মণ্ডপসহ পৌরসভাধীন ১০টি পুজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, হিন্দু যুব সম্প্রদায়ের নেতা বিশ্বজিৎ কুমার সাধু খাঁ, পলাশ আচার্য্য, উত্তম ঘোষ, অন্তু কুমার সাহা, মদন কুমার সাহা, তন্ময় কুমার বিশ্বাস, সাধন কুমার মালাকার, প্রসেনজিৎ কুমার আচার্য্য ও পরাগ কুমার বিশ্বাস।