খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজার আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে অনুশীলন শুরু করেছে রামু উপজেলা ফুটবল একাদশ। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রামু উপজেলা ফুটবল একাদশের অনুশীলন ক্যাম্প উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মাসুদ হোসেন। ফুটবল অনুশীলন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবুল কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়–য়া, সাধারন সম্পাদক ও কোচ সুবীর বড়–য়া বুলু, সদস্য গিয়াস উদ্দিন কোম্পানি, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, সাবেক ফুটবলার জীবক বড়–য়া, রামু উপজেলা ফুটবল একাদশের সহকারি কোচ ওমর ফারুক মাসুম প্রমুখ। রামু উপজেলা ফুটবল একাদশের চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত হতে মঙ্গলবার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ক্যাম্পে অনুশীলন শুরু করেন, ফুটবলার শিপন বড়–য়া, আবদুল¬াহ আল শামীম, ছোটন বড়–য়া, টিপু বড়–য়া, এডিসন বড়–য়া, রবি বড়–য়া, সুফল বড়–য়া, কমল বড়–য়া, মুকুট বড়–য়া, মোঃ মহিউদ্দিন, রাশেদুল হক বাবু, মোঃ রিদোয়ান, মৃম্ময় বড়–য়া, রইজ মিনার, সোহেল রানা, কৌশিক বড়–য়া, শফিউল আলম লালু, সরওয়ার কামাল, সোহেল বড়–য়া, সঙ্গীত বড়–য়া, ধীমান বড়–য়া, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, সুমন বড়–য়া, মোহাম্মদ দিদার, ডেভিট বড়–য়া।