মাথাভাঙ্গা মনিটর: টলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকে। ফুটবল থেকে বিদায়বেলায় নিজেকে প্যারিস সেইন্ট জার্মেইনে দেখতে চান তিনি। ব্রাজিলের এ সাবেক তারকা পিএসজিতে ছিলেন দুটি মরসুম। ২০০১ পার্ক ডু প্রিন্সেসের এ ক্লাবে যোগ দেন। প্যারিসের দারুণ সময় কাটিয়ে চলে আসেন বার্সেলোনায়।
এ মুহূর্তে আবারও সাবেক ক্লাবকে মনে পড়ে গেল রোনালদিনহোর, বর্তমান সময়ে আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করি। যে কোনো খেলোয়াড়ই পিএসজির মতো বড় ক্লাবে ক্যারিয়ার শেষ করার সুযোগ পেলে আনন্দিত হবে। পিএসজি এ মুহূর্তে খুব শক্তিশালী দল। সেরা একটি দল।