মাথাভাঙ্গা মনিটর: বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা অমিতাভ বচ্চন অতীতে কর ফাঁকি দেয়ায় সমালোচিত হলেও এবার সবচেয়ে বেশি কর দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। ২০১২-১৩ অর্থবছরে ছেলে অভিষেক বচ্চন, ছেলের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ মিলে কর দিয়েছেন মোট ৫৩ দশমিক ৮১ কোটি রুপি। গত মার্চ মাসে ২৫ কোটি রুপি আগাম কর দেয়ায় মুম্বাইয়ে সবচেয়ে বেশি অঙ্কের করদাতা হিসেবে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করা হয়। এজন্য শাহেনশা তারকা অমিতাভের সাথে দেখা করে তাকে অভিনন্দনও জানিয়েছিলো ভারতের আয়কর বিভাগ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে। ২৫ কোটি রুপি আগাম কর দেয়ার পর ধারণা করা হয়েছিলো ২০১২-১৩ অর্থবছরে সব মিলিয়ে ৩৭ কোটি রুপি কর প্রদান করবেন অমিতাভ। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে সব মিলিয়ে ৫৩ দশমিক ৮১ কোটি রুপি কর দিয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা।