মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শেষে গতকাল সোমবার দুপুরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মহাসিন আলী, আব্দুল খালেক প্রমুখ। পরে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।