মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে বিজিবির ধাওয়া খেয়ে ৩০ কেজি গাঁজা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। গতকাল সোমবার বেলা দু’টার দিকে পরিত্যক্ত অবস্থায় ওই গাঁজা উদ্ধার করেছে বিজিবি আনন্দবাস বিওপি’র সদস্যরা।
আনন্দবাস বিওপি’র সেকেন্ড ইন কমান্ড সুবেদার মঞ্জু জানিয়েছেন, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা ল্যান্স নায়েক লিটন সীমান্তে অবস্থান করার সময় কয়েকজন চোরাচালানি বস্তা নিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের ধাওয়া করলে জয়পুর গ্রামের আব্দুল মোমিনের বাড়ির পার্শ্বে ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভারত থেকে মাদক চোরাকারবারিরা এগুলো এনে জয়পুর গ্রামে রাখে। সুযোগ বুঝে তারা এগুলো গন্তব্যস্থলে নিয়ে যায়।