প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়ণশিপে ভৈরব অঞ্চলের ভেন্যু হলো চুয়াডাঙ্গা স্টেডিয়াম : প্রতিযোগিতা শুরু ২৬ অক্টোবর

 

ইসলাম রকিব: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়ণশিপ ভৈরব অঞ্চলের ভেন্যু নির্ধারিত  হয়েছে চুয়াডাঙ্গা স্টেডিয়াম। এ ভেন্যুতে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে খুলনা বিভাগের ৮টি জেলা। ভৈরব অঞ্চল নামে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলাগুলো হলো স্বাগতিক চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত চিঠি গতকাল চুয়াডাঙ্গায় এসে পৌঁছায়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ফুটবল উপকমিটির দায়িত্বে থাকা সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, ফিক্শ্চার অনুযায়ী আগামী ২৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে যশোর ও নড়াইল জেলাদল। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।