সবাই মিলে ইঁদুর মারি ফসল সম্পদ রক্ষা করি
স্টাফ রিপোর্টার: ‘সবাই মিলে ইদুঁর মারি, ফসল সম্পদ রক্ষা করি’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপি জাতীয় ইদুঁর নিধন অভিযান কর্মসূচি গতকাল সোমাবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা হলরুমে উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ হরিবুলা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইদুঁর নিধন অভিযান চলে আসছে। আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে সফল হবো। কৃষকের উৎপাদিত ফসল যে পরিমাণে ইদুঁর ক্ষতি করে তাতে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একজন কৃষক যদি মাঠ থেকে ইদুঁর নিধন করতে পারে তাহলে আমাদের প্রতি বছর উৎপাদিত ফসল মজুত রাখতে পারবো। ইদুঁর বছরে আমাদের দেশে ১২/১৪ টন খাদ্য নষ্ট করে থাকে। এ জন্য ইদুঁর নিধন অভিযান জোরদার করতে হবে। আর এটা শুধু কৃষকরাই পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ আঙ্গুর। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান, সদর উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার মনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলার চার উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার কৃষকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও বিশেষ অতিথি আশাদুল হক বিশ্বাস ইঁদুর মেরে এ কর্মসূচির উদ্বোধন করেন।