মাথাভাঙ্গা অনলাইন:
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রবিবার রাতের যেকোনো সময় গাজীপুরের মৌচাকের ভান্নারা বাজার রেলক্রসিংয়ে ২ জন এবং জেলা সদরের মিরেরগাঁও এলাকায় ১ জন ট্রেনে কাটা পড়ে মার যান।
ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশের এএসআই মোঃ বাদল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছে।