গাংনীতে খ্রিষ্টানদের গির্জায় ডাকাত দলের হামলায় আহত-২

 

গাংনী প্রতিনিধ :
মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা জপমালা রাণীর গির্জায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হানা দেয় একদল অস্ত্রধারী ডাকাত। গির্জায় কীর্তন গান পরিবেশনকারীদের কাছ থেকে ৩৫টি মোবাইল সেট ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় ভক্ত সুফল মন্ডল (৪০) ও জয়ন্ত মন্ডল (৪২) বেধড়ক মারপিট করে ডাকাত দলের সদস্যরা।