ঢাকা সাভার থেকে পাতাকপি বিক্রি করে চুয়াডাঙ্গায় ফেরার পথে পাটুরিয়ায় বিপত্তি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার আখের আলী ঢাকা সাভারে পাতাকপি বিক্রি করে ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। সাভার থেকে ফেরার সময় পাটুরিয়া ঘাটে ভাত খাওয়ার পর জ্ঞান হারান তিনি। তার নিকট থেকে নগদ ৩০ হাজার টাকা অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেছেন। অবশ্য টাকা হাতিয়ে নেয়ার তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গড়াইপাড়ার মৃত বারেক আলীর বড় ছেলে আখের আলী (৫৫) একজন কৃষক। তিনি তার জমিতে পাতাকপির আবাদ করেছেন। গত ৫ অক্টোবর পাতাকপি নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে রওনা হন তিনি। সাভারের ছোট আমিনের আড়তে পাতাকপি বিক্রি করেন। টাকা নিয়ে ফেরার পথে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান। কাছে থাকা টাকাকড়িও অজ্ঞানপার্টির সদস্যরা হাতিয়ে নেয়। পাটুরিয়া ঘাটেই পড়ে থাকা অবস্থায় বাবলু নামের তার নিজ গ্রামের অপর এক কৃষক দেখে তাকে উদ্ধার করেন। তাকে তার বাড়িতে নেয়া হয়। চিকিৎসার জন্য তাকে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর হাসাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।