শারদীয় দুর্গোৎসব ও ঈদুল আযহা উপলক্ষে টানা ৯ দিন বন্দ থাকবে দিনাজপুর হিলি স্থলবন্দর। আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে ১৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। ১৯ অক্টোবর শনিবার থেকে পুনরায় পূর্বের মতো বন্দরের কার্যক্রম চালু হবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাশেম আজাদ জানান, রবিবার সকালে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্তের বিষয় জানানো হয়।