সাবেক উপ রাষ্ট্রপতি, ভাষা সৈনিক ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপির সুস্থতা কামনা করেছে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি
৬সেপ্টেম্বর এক বিবৃতিতে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান তপন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা ৫২’রভাষা সৈনিক, ৭১’র মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক উপ রাষ্ট্রপতি, সাবেক আইন মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পল্লী কবি জসিম উদ্দিনের জামাতা ব্যারিস্টার মওদুদ আহমেদ এম.পি গুরুতর অসুস্ত হয়ে বর্তমানে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা বর্তমানে আশংকাজনক। তার আসুস্থতা কামনা করে এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করে নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন গণতান্ত্রিক সকল আন্দোলনে ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আগামীকাল ৭সেপ্টেম্বর জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভিন্ন জেলায় ও ঢাকায় সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠান জিয়া সেনার বিভিন্ন জেলা কমিটিকে সফল করার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি