সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে গরু ফেরত
দর্শনা অফিস: ভারতের গেদে থেকে চুরিকৃত একজোড়া গরু দর্শনা জয়নগর থেকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিজিবি তিনজনকে আটক করেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে গরু ফেরত দেয়া হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ভারতের নদীয় জেলার চাপড়া থানার গেদে গ্রামের দেশবন্ধু বিশ্বাসের বাড়িতে ঢুকে চোরেরা গোয়ালঘর থেকে গরু চুরি করে। এ চুরি ঘটনায় গেদে বিএসএফ’র পক্ষ থেকে চিঠির মাধ্যমে দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডারকে জানানো হয়। এ ঘটনায় বিজিবি দর্শনা পৌর শহরের জয়নগরের মোতালেবের ছেলে মাজেদুল ও একই মহল্লার নুরুন নবীর ছেলে হযরত আলীকে আটক করে। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে হাবিলদার শওকত আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান জয়নগরের মাজেদুল ইসলামের বাড়িতে। সেখান থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় মাজেদুল ও হযরতকে আটক করা হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে। মাজেদুল বলেছে, একই মহল্লার ঈদগাপাড়ার আ. রহিমের ছেলে ফয়েজ গরু দুটি ৬০ হাজার টাকায় বিক্রি করেছে। সে চুরি ঘটনায় জড়িত নয় বলেও দাবি করেছে।
এদিকে গতকালই দুপুর আড়াইটার দিকে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল, হাবিলদার শওকত আলী, দর্শনা পৌর প্যানেল মেয়র শরীফ উদ্দিন প্রমুখ। বিএসএফ’র পক্ষে ছিলেন- গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি রমেশ চাঁদ, হালদারপাড়া বিএসএফ ক্যাম্প ইনচার্জ এসআই বাবু, মেটেরি-বানপুর গ্রাম পঞ্চায়েত বিকাশ বিশ্বাস প্রমুখ। এদিকে গতকালই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে জয়নগর ঈদগাপাড়ার ফয়েজকে আটক করেন। গতরাতেই হাবিলদার শওকত আলী বাদী হয়ে ফয়েজের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।