বেনাপোল সীমান্তে বিএসএফের নির্যাতনে রাখালের মৃত্যু
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ সদস্যদের নির্যাতনে তৌহিদুল ইসলাম শিকদার (১৮) নামে বাংলাদেশি এক গরু রাখালের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে বেনাপোলের অগ্রভুলোট সীমান্তের বিপরীতে ভারতের ঝাউডাঙ্গা সীমান্তে তৌহিদুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়লে বিএসএফ সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তৌহিদুল শার্শা উপজেলার গোগা গ্রামের লিয়াকত আলী শিকদারের ছেলে।