টিপ্পনী:

খবর: (সংসদ সদস্যদের জন্য টিআর-কাবিখার আখেরি বরাদ্দ)

 

আসে যায় মাল গম কি বা চাল
সাথে ফড়ফড়ে টাকা,
যত মেহনত আর বরকত
চামচারা করে ফাঁকা।

যদি কিছু পায় লুটেপুটে খায়
আছে কিছু লোক আছে,
চামচামি করে আর ছাতা ধরে
ঘোরে নেতাদের কাছে।

যারা ফাঁকিবাজ করে নাতো কাজ
দায় পড়ে কার ঘাড়ে?
ঠিকই জনগণ সোজ রাখে মন
ভোট দিয়ে ঝাল ঝাড়ে।

-আহাদ আলী মোল্লা