জীবননগর ব্যুরো: গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা সীমান্তের চ্যাংখালী সড়কে পৃথক অভিযান চালিয়ে ভারতে পাচারমুখি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি গয়েশপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫৪ কেজি ইলিশ উদ্ধার করেন। অভিযানকালে ইলিশ চোরাচালানীরা এ ইলিশ ফেলে পালিয়ে যায় বলে বিজিবিসূত্রে জানানো হয়।
বিজিবি গয়েশপুর ক্যাম্পসূত্র জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম ও গয়েশপুর ক্যাম্প কমান্ডার ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর-চ্যাংখালী সড়কে অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানকালে বিজিবি ১০ কেজি ও পরবর্তীতে আরো ৪০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা এ ইলিশ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইলিশ পরে নিলামে জনসাধারণের মধ্যে বিক্রি করা হয় বলে গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম জানিয়েছেন।