জীবননগর ব্যুরো: গতকাল রোববার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর-জিন্নানগর সড়কের আলিয়া মাদরাসার নিকট অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। অভিযানকারী পুলিশ কর্মকর্তা এসআই অচিন্ত্য কুমার দাস এ সময় মাদকব্যবসায়ী দেহাটির আব্দুল্লাহকে গ্রেফতার করেন।
থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের দেহাটি দোসীমানাপাড়ার তপজেল মণ্ডলের ছেলে আব্দুল্লাহ জীবননগর-জিন্নানগর সড়ক হয়ে বিপুল পরিশান চোলাই মদ নিয়ে আসছে গোপন এ সংবাদ পান জীবননগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব খাঁন। সংবাদের ভিত্তিতে তিনি এসআই অচিন্ত্য কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। এসআই অচিন্ত্য কুমার সকালে আলিয়া মাদরাসার সামনে ওত পেতে বসে থাকেন। এ সময় আব্দুল্লাহ কন্টেইনার ভর্তি চোলাই মদ আনাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়।