গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেকের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক আবু হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ ছাত্রছাত্রীরা।