আজ ৬ অক্টোবর ২০১৩ তারিখ সকাল ১০ টায় কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ(কুবিবাপ) এর উদ্দ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠন মহাসচিব আবুল কালাম আজাদ মন্টু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ জিয়া। কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার সুতিকাগার, সুমিষ্টভাষী, প্রাক্তন নদীয়া জেলা যা বর্তমানে কুষ্টিয়া জেলা হিসেবে পরিচিত। ভৌগলিক বিচারে সম্মৃদ্ধির দিক দিয়ে কুষ্টিয়া একটি প্রসিদ্ধ জেলা। ইতিহাস ঐতিহ্যধারী এ কুষ্টিয়াতে বাসস্থান গড়েছেন বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর। এ মাটিতে নিজ সাধনাগার গড়েছিলেন ফকির লালন শাহ। ইতিহাসের অমর সাহিত্যিক মীর মোশারফ হোসেন এবং সংবাদপত্র জগতের পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ এ কুষ্টিয়ার কৃতিসন্তান। স্বাধীনতার প্রারম্ভে কুষ্টিয়াকে অস্থায়ী রাজধানী ঘোষনা করা হলেও কালে কালে কুষ্টিয়ার জনমানুষের দিকটি ভাবা হয় নি। সময় পাল্টাতে বিগত ৩ বছর যাবৎ কুষ্টিয়া জেলাকে বিভাগ হিসেবে ঘোষনার দাবী ওঠে সর্বত্র। সে হিসেবেই কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ(কুবিবাপ) নামক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ীসহ এ জেলাকে ভৌগলিক বলয় করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার জন্য আন্দোলন শুরু করেন একঝাঁক তরুণ।