মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে কমপক্ষে এক মাস বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ক্রিস্টিনা ফার্নান্দেজের মুখপাত্র আলফ্রেডো সোসিমারো এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ফার্নান্দেজের অসুস্থতার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। জাতীয় টেলিভিশনে আলফ্রেডো সোসিমারো জানান, ১২ আগস্ট মাথায় আঘাত সংক্রান্ত সমস্যায় ভুগেছিলেন প্রেসিডেন্ট। ফার্নান্দেজের চিকিৎসদের সই করা একটি বিবৃতির বরাত দিয়ে আলফ্রেডো সোসিমারো বলেন, গত আগস্টে মাথায় আঘাতের পর চিকিৎসকেরা প্রেসিডেন্টের মস্তিষ্ক সিটি স্ক্যান করেছেন এবং তারা কোনো সমস্যা দেখতে পাননি। এরপর তার কোনো সমস্যা ছিলো না। তিনি জানান, কিন্তু অস্বাভাবিক হৃদস্পন্দনের কারণে শনিবার হাসপাতালে পরীক্ষা করার জন্য গেলে সমস্যা ধরা পড়ে। প্রেসিডেন্টের মাথা ব্যথা করছে। চিকিৎসকরা আবারও তার মস্তিষ্ক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চিকিৎসকেরা বলেছেন, তিনি সাবডুরাল হেমাটোমায় আক্রান্ত (মস্তিস্ক ও মাথার খুলির মধ্যে রক্তক্ষরণজনিত সমস্যা)। তবে ফার্নান্দেজ প্রেসিডেন্ট প্রাসাদে থেকে দেশ পরিচালনা করবেন না আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ছুটি নেবেন কিংবা ভাইস প্রেসিডেন্ট আমাদো বৌদুর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন সে সম্পর্কে তার মুখপাত্র স্পষ্ট কিছু বলেননি।