মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার জলুলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি সদস্যরা তিন মহিলাকে আটক করে থানায় দিয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, জলুলি ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল শনিবার সকালে ভারত থেকে গৃহকর্মীর কাজ করে জলুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় খোরশেদা খাতুন (২৬), কাজল রেখা (২৩) ও আম্বিয়া খাতুনকে (২৭) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেন। পুলিশ অবৈধ প্রবেশের কারণে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে। তাদের বাড়ি উপজেলার ভৈরবা গ্রামে। তারা গৃহকর্মীর কাজের উদ্দেশেই ভারতে গিয়েছিলো।