ঝিনাইদহ অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ অক্টোবর ঝিনাইদহ সফর করবেন। কয়েকটি স্থাপনা উদ্বোধন করবেন তিনি। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসনসহ দলীয় নেতৃবৃন্দ। জেলা প্রাথমিক শিক্ষক সমতিও প্রস্তুতি নিচ্ছেন।
আগমন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার দুপুরে স্থানীয় পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের সরকারিকরণ করায় কৃতজ্ঞা জানানো হয়। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিক্ষক প্রভাত রঞ্জন বিশ্বাস। উপস্থিত ছিলেন সদর থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব, কালীগঞ্জ থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন প্রমুখ। আগামী ৮ অক্টোবর ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওইদিন সকাল ১০টায় পিটিআই প্রাঙ্গণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।