দামুড়হুদা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অপহরণ!

কালিয়াবকরির অপহৃত সুমনের মুক্তিপন দাবি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা-কালিয়াবকরীর মাঝামাঝি কালভার্টের কাছ থেকে সুমন (২৩) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তার মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছে। সুমন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরীগ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে।

জানা গেছে, কালিয়াবকরী গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের ছেলে সুমন গত বৃহস্পতিবার দুপুরে পাউয়ার টিলার পাট নিয়ে দেউলী মোড়ে তার আড়তে যায়। পাট আড়তের গোডাউনের মধ্যে রেখে দামুড়হুদায় যায় সে। সে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় কালিয়াবকরী নতিপোতা সড়কের পুলের ধারে পৌঁছুলে অপহরণচক্র কৌশলে তাকে মোটরসাইকেলসহ অপহরণ করে নিয়ে যায়। তারই মোবাইলফোন থেকে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করছে পিতার কাছে। প্রথম পর্যায়ে বিষয়টি গোপন রেখে পরিবারপক্ষ তাকে উদ্ধার করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। একমাত্র ছেলে অপহরণ হওয়ায় তার পরিবারের লোকজন হতবাক হয়ে পড়েছে।